নির্বাচনী প্রচারণায় নেমে গাড়িবহরে হামলার প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমার হাতে কোনো কামান-বন্দুক নেই, পুলিশ প্রশাসন নেই। আমার আছে শুধু আল্লাহর ভরসা এবং জনগণের দোয়া। তাই আমার কোনো ভয় নেই।’
তিনি বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করলে সরকার আরো সন্ত্রাসী হয়ে পড়ে। আমাদের কর্মসূচি মোকাবেলায় তারা আরো হিংস্র হয়। এমনকি রাজপথে নামার চেষ্টা করেলেই তারা গুলি চালিয়েছে।’
খালেদা বলেন, ‘আমার উপর গুলি করা হয়েছে। সেই গুলি গিয়ে লাগে আমার গাড়ির গ্লাসে। গুলির আঘাতে ফেটে যায় গাড়ির গ্লাস। সেই গুলি কতটুকু শক্তিশালী হলে বুলেটপ্রুফ গাড়ির কাচ ফেটে যায়।’
London Bangla A Force for the community…
