জেলার মহেশপুর উপজেলার ন্যাপা ই্উনিয়নের খোলাশপুর সীমান্ত এলাকায় হাসান আলী (১৬) নামের এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোর হাসান আলী ন্যাপা ইউনিয়নের বাকোশপোতা গ্রামে জাহাঙ্গীর আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, হাসান আলীসহ আরও কয়েকজন রাতে খোশালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যায়। সেসময় সীমান্ত এলাকায় পৌঁছলে কে বা কারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে হাসান আলীর সঙ্গীরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় বাড়ি নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
এলাকাবাসীর ধারণা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হাসান আলীকে গুলি করে হত্যা করেছে।
তবে তা অস্বীকার করে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান বাংলামেইলকে বলেন, ‘মহেশপুর উপজেলার খোলাশপুর সীমান্তে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। বিএসএফের গুলিতে ওই কিশোর মারা গেছে এমন কোনো আলামত পাওয়া যায়নি।’
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘সীমান্ত এলাকা থেকে এক কিশোরের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’