টানা ৫ দিন নির্বাচন প্রচারণা চালালেও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোটের জন্য খালেদা জিয়ার মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে।
দুপুর পৌনে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে ইতিবাচক কোনো খবর পাওয়া যায়নি।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একাধিক কর্মকর্তা বলেন, ২৬ এপ্রিল পর্যন্ত মির্জা আব্বাস ও তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাইতে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু গত ৩দিন ধরে একের পর এক হামলায় তার বহরে থাকা প্রায় সব গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খালেদা জিয়ার গাড়ি দু’টিতেও ভাংচুর চালায় হামলাকারীরা।
এছাড়া তার নিরাপত্তায় নিয়োজিত কয়েকজন সিএসএফ সদস্যও হামলায় আহত হন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার গণসংযোগে নামা খালেদা জিয়ার পক্ষে সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে তার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, ম্যাডামের বের হওয়ার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। ম্যাডামের ব্যক্তিগত সহকারী এ ব্যাপারে সঠিত তথ্য দিতে পারবেন।
পরে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ম্যাডামের দু’টি গাড়িসহ বহরের প্রায় সবগুলো গাড়িতে ভাংচুর চালানো হয়েছে। সেগুলো মেরামত করা হচ্ছে। বিকেল নাগাদ মেরামতের কাজ শেষ, ম্যাডাম বের হবেন। অন্যথায় তার পক্ষে বের হওয়া সম্ভব না।
London Bangla A Force for the community…
