সিটি নির্বাচনের প্রচারণাকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের গতিরোধের চেষ্টা করেছে যুবলীগ ও ছাত্রলীগকর্মীরা। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় তারা লাঠিসোটা নিয়ে এ গতিরোধের চেষ্টা করে। এ সময় খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করে ঢিলও ছুড়েছে তারা। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। এর দেড় ঘণ্টা আগে উত্তরা জসীমউদ্দীন রোডের মুখ ও উত্তরা মডেল টাউনের এসবি প্লাজার সামনে কালোপতাকা দেখিয়ে তার গাড়ি ঘেরাও এবং স্লোগান দেয় স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা। টানা দ্বিতীয়দিনের মতো নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর খালেদা জিয়ার গাড়িবহর জসীমউদ্দীন রোডের মুখে পৌছালে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা রাস্তার পাশে দাঁড়িয়ে কালোপতাকা দেখিয়ে স্লোগান দিতে থাকেন। খালেদা জিয়ার গাড়ি বহর সেখানে না থেকে এগিয়ে এসবি প্লাজার সামনে পৌঁছালে সেখানে আরেকটি গ্রুপ স্লোগান দিতে দিতে তার গাড়ি ঘেরাওয়ের চেষ্টা করে। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষী ও স্থানীয় বিএনপি কর্মী-সমর্থকরা এগিয়ে এলে যুবলীগ-ছাত্রলীগের গ্রুপটি সরে যায়। পরে খালেদা জিয়া সেখানে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রতীক বাস মার্কায় লোকজনের কাছে ভোট চান।
London Bangla A Force for the community…
