প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, ‘পরিস্থিতি বিবেচনা করে সিটি করপোরেশন নির্বাচনে দুএকদিনের মধ্যে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’
রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সম্মেলনে কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভোট কেন্দ্রে যদি কেউ বল প্রয়োগ করে তাহলে তার উপর দ্বিগুণ বল প্রয়োগ করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের কাছ থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত শুনেছি। আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে দুএকদিনের মধ্যে সেনাবাহিনী মোতায়েন হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’
র্যাবের এক কর্মকর্তা নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন। সে ব্যাপারে জানতে চাইলে সিইসি বলেন, ‘সেনাবাহিনী মোতায়েন হবে কি না তা র্যাব কর্মকর্তার বিবেচ্য বিষয় নয়, এটা কমিশনই সিদ্ধান্ত নেবে।’
London Bangla A Force for the community…
