ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / সিটি নির্বাচনে মোতায়েন হচ্ছে না সেনাবাহিনী

সিটি নির্বাচনে মোতায়েন হচ্ছে না সেনাবাহিনী

আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না। সিটি নির্বাচনে সেনাবাহিনী প্রয়োজন নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) অতিরিক্তি মহাপরিচালক কর্ণেল জিয়াউল আহসান। রোববার নির্বাচন কমিশন সচিবালয় সিটি নির্বাচন উপলক্ষে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, বৈঠকে সবাই সেনাবাহিনী মোতায়েনের বিপক্ষে মত দিয়েছেন। সব প্রার্থীই জয়ী হবেন বলে আশাবাদী। সবাই উইন উইন পজিশনে আছেন। তাই কেউ গণ্ডগোল করবেন না। তবে যে গণ্ডগোল করবেন তাকেই শাস্তির মুখোমুখি হতে হবে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচন উপলক্ষ্যে কোথাও কোনো খুনের বা হত্যাকাণ্ডের মত ঘটনা ঘটেনি। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। তবে দেশে পেট্রলবোমা বন্ধ হলেই সব বন্ধ হবে।
প্রার্থীদের ভয়ভীতি দেখানো সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও কোনো প্রার্থী এ ধরনের অভিযোগ করেন নি। এমনকি নির্বাচন কমিশনও এ ধরনের কোনো অভিযোগ পায়নি। এ ধরনের কোনো ঘটনা ঘটলে নিশ্চয় লিখিত অভিযোগ পাওয়া যেত।