ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিনশার মনিরুল ইসলাম বলেছেন, ‘পহেলা বৈশাখের দিন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে বিবস্ত্রের কোনো ঘটনা ঘটেনি। কোনো নারীকে বিবস্ত্র করার প্রমাণ এখনো পাওয়া যায়নি। এমন ঘটনা ঘটেছে কিনা তা কোনো প্রত্যক্ষদর্শী এখনো নিশ্চিত করেনি। থানা বা পুলিশের কাছে কেউ এখনো অভিযোগও দায়ের করেনি। এতে ঘটনাটিতে যথেষ্ট কনফিউশন রয়েছে।’
শনিবার দুপুরে ডিবির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, ‘তারপরও যেহেতু গণমাধ্যমে এ ধরনের ঘটনার খবর প্রচারিত হয়েছে, সেহেতু বিষয়টি খতিয়ে দেখতে মহানগর গোয়েন্দা পুলিশ ২টি তদন্ত কমিটি গঠন করেছে। একটি তদন্ত দল দায়িত্বরত পুলিশের কোনো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখবে, আরেকটি দল কথিত ঘটনা যদি ঘটে থাকে তবে জড়িতদের বিষয়টি খতিয়ে দেখবে।’
ব্রিফিং শেষে মনিরুল ইসলাম বলেন, ‘পহেলা বৈশাখের দিন অন্য স্থানের ঘটনার ছবি একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার প্রমাণ আমরা পেয়েছি। ধারণা করা হচ্ছে, কথিত নারী বিবস্ত্র করার সঙ্গে ওই প্রচারকারীদের যোগসূত্র আছে। এদেরও সনাক্ত করার চেষ্টা চলছে।’
এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে বখাটে টাইপের কয়েকজন যুবক দলবেঁধে জটলা পাকিয়ে হাঁটছিল। তারা কিছু বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। তবে এ চক্রটি কোনো নারীকে বিবস্ত্র করার ঘটনা ঘটিয়েছে কিনা তার প্রমাণ পাওয়া যায়নি। এই চক্রটিকেও সনাক্ত করার চেষ্টা চলছে।’
সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘নির্বিঘ্নে পহেলা বৈশাখের অনুষ্ঠান সম্পন্ন করায় পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি চক্র নারী বিবস্ত্র করার কথিত ঘটনাটি প্রচার করছে। পুলিশের অগোচরে যদি এমন ঘটনা ঘটে থাকে, তবে ঘটনাটি পূর্বপরিকল্পত। এবং জড়িতরা ঘটনাটি ঘটিয়ে দ্রুত প্রচার করেছে।’
moinna haramike gali diteo amar grhina hoy.
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিনশার মনিরুল ইসলাম কি বলে !!!