পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩২৬ রানের ইনিংস গড়েছিলো বাংলাদেশ। গত বছর এশিয়া কাপে মিরপুরেই এই রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সেবারেই ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ। যদিও ওই ম্যাচটিতে শেষ পর্যন্ত হতাশায় পুড়তে হয়েছিল বাংলাদেশকে। হারতে হয়েছিল ৩ উইকেটের ব্যবধানে।
সেই পাকিস্তানের বিপক্ষে মিরপুরে আবারও মুখোমুখি বাংলাদেশ এবং আবারও নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের জুটি গড়লো বাংলাদেশ। তামিম আর মুশফিকের জোড়া সেঞ্চুরিতে ৩২৬ রানকে টপকে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ালো ৩২৯ রান।
London Bangla A Force for the community…
