ব্রেকিং নিউজ
Home / অপরাধ জগৎ / ঢামেকে ভুয়া চিকিৎসক আটক, গণপিটুনি

ঢামেকে ভুয়া চিকিৎসক আটক, গণপিটুনি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুয়া চিকিৎসককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার সকালে গাইনি বিভাগের একটি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আটক সৈয়দ রফিকুল ইসলাম মৃধা (৪০) পটুয়াখালী সদরের সৈয়দ আব্দুল গণি মৃধার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসক পরিচয় দিয়ে গাইনি বিভাগের রোগী জুলেখা বেগম ও তার স্বামী বাছেত আলীর কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা নেন রফিকুল। এতে সবার সন্দেহ হলে তাকে আটক করে গণপিটুনি দেয় ওয়ার্ডের লোকজন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বাছেত আলী বলেন, ‘ডাক্তারি ইউনিফর্ম পরে ওই ব্যক্তি আমার স্ত্রীর বেডের কাছে এসে ফাইলপত্র দেখতে থাকে। এসময় তিনি বলেন, রোগীর অবস্থা খুব খারাপ। অপারেশন করতে হবে। টাকা পয়সা জোগাড় করেন। আর বর্তমানে আপনাদের যে টাকা আছে সেটা আমাকে দেন। পরে তাকে সাড়ে তিন হাজার টাকা দেই। পাশে এক ডাক্তারের রুম দেখিয়ে আমাকে ওখানে যেতে বলেন তিনি।’

বাছেত আলী আরো বলেন, ‘টাকা দেয়ার সময় ওয়ার্ডের অন্য লোকজন বিষয়টি দেখে ফেলে। এতে তাদের সন্দেহ হয়। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ‘রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে রফিকুল আটক করা হয়েছে। রোগীর সাড়ে তিন হাজার টাকার মধ্যে দুই হাজার পাচশ’ টাকা উদ্ধার করা হয়ে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’