ব্রেকিং নিউজ
Home / অপরাধ জগৎ / ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষের পর রংপুর মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষের পর রংপুর মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

রংপুর মেডিকেল কলেজের (রমেক) মুক্তা ছাত্রাবাসে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

দুপুরের দিকে মেডিকেল কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়।
এর আগে সকালের দিকে মুক্তা ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষে ১০ জন আহত হন।
ছাত্রলীগের রফিক গ্রুপ ও ফেরদৌস গ্রুপের নেতাকর্মীদের মধ্যে আধা ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে ফেরদৌস, আতিক ও শহীদকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ধাপ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কিবরিয়া সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।