ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / সিটি নির্বাচনেই সরকার পরিবর্তনের বার্তা

সিটি নির্বাচনেই সরকার পরিবর্তনের বার্তা

দেশবাসী সরকারের পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘সিটি কপোরেশন নির্বাচনগুলোতে প্রমাণ হয়েছে দেশের জনগণ পরিবর্তন চায়। এই জালিম আওয়ামী লীগ সরকারকে আর তারা দেখতে চায় না। একই প্রমাণ এবার ঢাকা সিটি কপোরেশন নির্বাচনেও হবে।’

তিনি বলেন, ‘দেশের জনগণের আজ কোনো অধিকার নেই। কারণ আজ সত্য কথা বললেই গুম ও খুন হতে হচ্ছে। ফলে সরকার পরিবর্তন অনিবার্য।’

বেগম জিয়া বলেন, ‘সরকার মনে করেছিল বিএনপি সিটি কপোরেশন নির্বাচনে আসবে না। কিন্তু সরকারের সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। কারণ বিএনপি জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করছে।’

জাসাসের সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, চেয়ারপাসনের উপদেষ্টা আহমদ আযম খান, শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমেদ, উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।