আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন নির্বাচনী প্রচারণায় নামলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাসের বৈশাখী আয়োজনে এসে দল সমর্থিত দুই প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তিনি।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা এবং উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে নেতাকর্মীদের সামনে পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চান।
বেশ কয়েকদিন থেকেই খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় নামা কথা শোনা যাচ্ছিল। তবে এ নিয়ে আপত্তি তুলে আসছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা। তারা অভিযোগ করছেন, খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নামলে আর লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। অবশ্য বিএনপি ও অন্য দল সমর্থিত প্রার্থীরাও অভিযোগ করে আসছেন, নির্বাচন কমিশন সরকার দল সমর্থিত প্রার্থীদের সুবিধা দেয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে।