২১ অগাস্ট গ্রেনেড মামলায় অভিযুক্ত তারেক রহমানকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করে তার বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন- ইন্টারপোল।
তারেক রহমান গত ছয় বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় বিএনপির এই জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের ছবি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের বিচার বিভাগ তাকে বিচারের মুখোমুখি করার জন্য খুঁজছে।
Link:
http://www.interpol.int/notice/search/wanted/2015-9532
হাহাহাহা!! কুত্তালীগ যা চেয়েছিল, তা হয় নি।
তাই তাদের নাকে মুখে চুন কালি পড়েছে।
নাস্তিকরা!! কোনটায় কি হবে, সেটা বুঝার আক্বেলটুকুও নাই তাদের।।
হাহাহাহা!! কুত্তালীগ যা চেয়েছিল, তা হয় নি।
তাই তাদের নাকে মুখে চুন কালি পড়েছে।
নাস্তিকরা!! কোনটায় কি হবে, সেটা বুঝার আক্বেলটুকুও নাই তাদের।।