প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় আসার পর খালেদা জিয়া লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা রেপকারী, খুনি, বুদ্ধিজীবী হত্যাকারীদের হাতে তুলে দিয়ে জাতির সঙ্গে বেঈমানী করেছে।
আর ভবিষ্যতে কোমড়ে এতো জড় হবে না যে সরকার পতনের চিন্তা করতে পারবে। সোমবার সকালে ফেনীসহ কয়েকটি জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।ভবিষ্যতে কোমড়ে এতো জড় হবে না যে সরকার পতনের চিন্তা করতে পারবে।
আরও বলেন, নাশকতাকারীদের প্রত্যেক এলাকা থেকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
London Bangla A Force for the community…

নুরু রাজাকার কে কোন সরকার পতাকা বহন করার দায়িত্ব দিয়েছিল কেউ কি বলতে পারেন ?
রং হেডেড অবৈধ প্রধান মন্ত্রী ভুলে গেছেন , কারো জানা থাকলে খানা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন
নুরু রাজাকার কে কোন সরকার পতাকা বহন করার দায়িত্ব দিয়েছিল কেউ কি বলতে পারেন ?
রং হেডেড অবৈধ প্রধান মন্ত্রী ভুলে গেছেন , কারো জানা থাকলে খানা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন