ব্রেকিং নিউজ
Home / রাজনীতি / দুর্নীতিপরায়ণ বিচারকদের নামিয়ে দিন: মাহবুব

দুর্নীতিপরায়ণ বিচারকদের নামিয়ে দিন: মাহবুব

সুপ্রিম কোর্ট বারের পুণঃনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘নিম্ন এবং উচ্চ আদালতের কিছু বিচারক রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে স্বজনপ্রীতি, দুর্নীতি ও অন্যায় করে রায় ঘোষণা করেন। তাদেরকে বিচারকের পবিত্র চেয়ার থেকে নামিয়ে দিন।’

নির্বাচনের ফলাফল ঘোষণার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের মানুষ ন্যায় বিচারের আশায় আদালতে আসেন। কিন্তু স্বজনপ্রীতি ও অন্যায়-দুর্নীতিপরায়ণ বিচারকরা আইনের শাসনের প্রতি চরম অবমাননা করছেন।’
তিনি প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন, ‘এদেরকে বিচারাঙ্গনের পবিত্র চেয়ার থেকে নামিয়ে দেয়া উচিৎ। আমি নির্বাচিত হয়েছি আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠায় কথা বলার জন্য।’
সুপ্রিম কোর্ট বারের সদস্যদের উদ্দশ্যে তিনি বলেন, ‘আপনারা আমাকে তিন তিনবার নির্বাচতি করেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন। আমি আপনাদের সাথে থেকে কাজ করে যেতে চাই।’
এর আগে ভোরে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার হারুনুর রশিদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০১৫-১৬) সেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি-সম্পাদকসহ নয় পদে বিজয়ী হয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেল। অপরদিকে আওয়ামী লীগ (সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ) সমর্থিত প্যানেল সহ-সভাপতিসহ পেয়েছে পাঁচটি পদ।