২০১১-র পুনরাবৃত্তি কি ঘটবে ২০১৫ বিশ্বকাপে? অপেক্ষা ২৯ মার্চ-এর৷এমসিজি-তে কার হাতে ট্রফি উঠবে, তার জল্পনা দূর৷
গত বিশ্বকাপের মতোই এবারও সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান৷ ফিক্সচার বলছে, ভারত ও পাকিস্তান কোয়ার্টার ফাইনালের বাধা টপকালেই ২৬ মার্চ সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে৷
রবিবার অ্যাডিলেড ওভালে লিগের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নেয় পাকিস্তান৷২০ মার্চ অ্যাডিলেডে শেষ আটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে মিসবাহ অ্যান্ড কোং৷ তার আগের দিন ১৯ মার্চ, মেলবোর্নে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত৷ধোনিরা বেঙ্গল টাইগারদের হারালেই শেষ চারে পৌঁছে যাবে টিম ধোনি৷ পরের দিন মিসবাহরা অজিদের হারাতে পারলেই সেমিফাইনালে পাকিস্তান-ভারত।