টঙ্গীতে একটি অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেছেন, ‘নাশকতাকারীদের হাতে নাতে ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলবেন।’
‘গাজীপুরে আইন-শৃক্সখলায় বিশেষ অবদান রাখায়’ শুক্রবার বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদকে সংবর্ধনার আয়োজন করে টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ।
অনুষ্ঠানে বক্তৃতাকালে এসপি হারুন-অর-রশিদ আরো বলেন, যারা পেট্রলবোমা মেরে মানুষ মারে, গাড়িতে আগুন দেয় এবং নাশকতা করে তাদেরকে গুলি করে মেরে ফেলা হবে।’
তিনি আরো বলেন, ‘আজকে (শুক্রবার) গাজীপুরে কিছু নাশকতাকারী নাশকতাকালে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। কোনো নাশকতাকারীকেই ছাড় দেয়া হবে না।’
বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সভাপতি আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও মহাসচিব আওয়ামীলীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো. তোফাজ্জেল হোসেন, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মতিউর রহমান মতি, এএসপি (সার্কেল) মো. গোলাম সবুর, টঙ্গী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, আব্দুল আলীম, মো. সোলাইমান হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আওয়ামী লীগের গত সরকারের সময় সংসদ ভবন এলাকায় বিএনপির সংসদ সদস্যদের মিছিলে হামলা চালিয়ে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুককে পিটিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন গাজীপুরের বর্তমান এসপি হারুন-অর-রশিদ।