বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুঁশিয়ার করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আপনি প্রস্তুত থাকুন, আমরা ১৬ তারিখ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি।’
বুধবার রাজধানীর শাহবাগ চত্বরে শ্রমিকদের সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে থেকে খালেদা জিয়াকে উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি শ্রমিকদের চেনেন না। পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করা খালেদাকে শ্রমিকরা নাকে তেল দিয়ে ঘুমাতে দেবে না।’
এ সময় তিনি শ্রমিকদের উদ্দেশ্য আগামী সমাবেশ গুলোর কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে আগামী ১৩ ফেব্রুয়ারি রংপুর ও বগুড়া বিভাগে সভা করা হবে। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে মোমবাতি প্রজ্জ্বলন এবং ১৮ ফেব্রুয়ারি মতিঝিলের শাপলা চত্বর থেকে জাতীয় পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন নৌ-পরিবহন মন্ত্রী।
শাহাজান খান বলেন, ‘আপনি ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি। শ্রমিকরা জীবন বাঁচানোর যুদ্ধে নেমেছে। হরতাল, পেট্রলবোমা বন্ধ না হওয়া পর্যন্ত শ্রমিকদের এ যুদ্ধ চলবে।’
তিনি বলেন, সাচ্চা পাকিস্তানিদের তালিকা করা হচ্ছে। তাদের চিহ্নিত করে পাকিস্তানে পাঠানো হবে। সেই তালিকায় সাংবাদিক রুহুল আমিন গাজীর নামও রয়েছে।’
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ‘তাদের সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। ২০ দলের বিষাক্ত ছোঁবলে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
‘পেট্রলবোমা মেরে শ্রমিক ও নিরীহ মানুষ হত্যাসহ জ্বালাও পোড়াও’-এর প্রতিবাদে শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ এই সমাবেশের আয়োজন করে।
নৌ-পরিবহন মন্ত্রীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ইসমত কাদির গামা, অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, সেলিনা আক্তার প্রমুখ।
London Bangla A Force for the community…

জয় কালে ক্ষয় নাই,মরণ কালে ওষুধ নাই।হালার পো হালা,তোরে পাগলা কুত্তার মত বাইড়াই মারুম।একটু অপেক্ষা কর।
জয় কালে ক্ষয় নাই,মরণ কালে ওষুধ নাই।হালার পো হালা,তোরে পাগলা কুত্তার মত বাইড়াই মারুম।একটু অপেক্ষা কর।
be news
be news