বন্ধ হয়ে গেল জনপ্রিয় টকশো ফ্রন্টলাইন। বাংলাভিশন কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অনুষ্ঠানটির উপস্থাপক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেন, টকশোটি বন্ধ হয়ে গেছে। তবে কী কারণে বন্ধ হয়েছে তা তিনি জানেন না।
প্রায় পাঁচ বছর ধরে সম্প্রচারিত সমসাময়িক রাজনীতিবিষয়ক টকশো ফ্রন্টলাইন বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এ অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের নানা পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিতেন।
টেলিফোনে সাধারণ দর্শকদেরও অংশ নেয়ার সুযোগ ছিল।
Ai shorkar ar lozza shorom bolte kicu e nei..
Ai shorkar ar lozza shorom bolte kicu e nei..