স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘পুলিশকে ক্ষমতাসীন দল যা করতে বলবে তারা তাই করবে।’ তিনি বলেন, ‘বিএনপি জোট সরকারের আমলে যে পুলিশ আমাকে পিটিয়েছিল, আজ সেই পুলিশই স্যালুট দিয়ে বরণ করে নিল।’
কিশোরগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে ১৪ দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা যতই নাশকতা করুক, ২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন হবে না। আর সে নির্বাচন হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই।’
খালেদা জিয়ার সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হরতাল ও অবরোধের নামে গুলশান কার্যালয়ে বসে খালেদা জিয়া কাপুরুষের মত পেট্রোলবোমা দিয়ে এখন নিরীহ মানুষ হত্যা করছে।’
তিনি বলেন, একজন নেতা মানুষ হত্যা করতে পারে পৃথিবীর কোথাও এমন নজির নেই। সন্ত্রাস করে কেউ ক্ষমতায় যেতে পারেনি। আপনি নিরীহ মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চাচ্ছেন। বাংলার সাধারণ মানুষ তা কখনো মেনে নিবে না।
মোহাম্মদ নাসিম বলেন, আপনি রাস্তায় এসে দেখুন, মানুষ ভয়কে জয় করেছে। জীবনের প্রয়োজনে কাজ চালিয়ে যাচ্ছে।
মতবিনিময় সভায় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিনসহ ১৪ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এবং করিমগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ পরিদর্শন করেন।
London Bangla A Force for the community…

★সরকার কথায় কথায় বলে,
জনগণ হরতাল অবরোধ মানে না।
জনগণ’ই এর বিচার করবে।
★ জনগণ মানে কি পুলিশ ?
★ জনগণ মানে কি B G B ?
★ জনগণ মানে কি R A B ?
★★★জয় বলেছেন ২০১৬ সালের
মধ্যে 4G নেট চালু করবে।
★আমরা 4G চাই না,
আমরা বাচতে চাই, বাচতে দিন।
______________________ লিটন।
★সরকার কথায় কথায় বলে,
জনগণ হরতাল অবরোধ মানে না।
জনগণ’ই এর বিচার করবে।
★ জনগণ মানে কি পুলিশ ?
★ জনগণ মানে কি B G B ?
★ জনগণ মানে কি R A B ?
★★★জয় বলেছেন ২০১৬ সালের
মধ্যে 4G নেট চালু করবে।
★আমরা 4G চাই না,
আমরা বাচতে চাই, বাচতে দিন।
______________________ লিটন।
★সরকার কথায় কথায় বলে,
জনগণ হরতাল অবরোধ মানে না।
জনগণ’ই এর বিচার করবে।
★ জনগণ মানে কি পুলিশ ?
★ জনগণ মানে কি B G B ?
★ জনগণ মানে কি R A B ?
★★★জয় বলেছেন ২০১৬ সালের
মধ্যে 4G নেট চালু করবে।
★আমরা 4G চাই না,
আমরা বাচতে চাই, বাচতে দিন।
______________________ লিটন।
★সরকার কথায় কথায় বলে,
জনগণ হরতাল অবরোধ মানে না।
জনগণ’ই এর বিচার করবে।
★ জনগণ মানে কি পুলিশ ?
★ জনগণ মানে কি B G B ?
★ জনগণ মানে কি R A B ?
★★★জয় বলেছেন ২০১৬ সালের
মধ্যে 4G নেট চালু করবে।
★আমরা 4G চাই না,
আমরা বাচতে চাই, বাচতে দিন।
______________________ লিটন।