বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ঘোষিত ৭২ ঘণ্টার হরতাল শেষ পর্যন্ত ‘লাগাতার’ হরতালে রূপ পাচ্ছে। শুক্রবারের ঘোষণা অনুযায়ী আগামীকাল রোববার ভোর ৬ টা থেকে ৭২ ঘন্টার হরতালের কর্মসূচি শুরু হবে। কিন্তু শুক্রবার গভীর রাতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতারের পর সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর সময়ক্ষেপণ না করে চলমান বিরতিহীন অবরোধের সঙ্গে লাগাতার হরতাল ঘোষণার পক্ষে মত দিয়েছেন তিনি। তার সিদ্ধান্ত অনুযায়ী আজ কিংবা ৭২ ঘণ্টার হরতাল শেষ হওয়ার আগেই লাগাতার হরতালের কর্মসূচি ঘোষণা করবে ২০-দলীয় জোট। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, লাগাতার হরতাল ঘোষণার প্রেসবিজ্ঞপ্তিও ইতোমধ্যে তৈরি করা হয়েছে। বাকি শুধু ঘোষণার অপেক্ষা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে বলেন, লাগাতার হরতালের পরিকল্পনা আগেই নেয়া ছিল। সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যখন-তখনই গ্রেফতার করতে পারেন, এই আশঙ্কা থেকে আগেভাগেই লাগাতার হরতালের ঘোষণা দেওয়া হতে পারে।
London Bangla A Force for the community…
