বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ঢাকার একটি বাড়ি থেকে গভীর রাতে গ্রেপ্তার করেছে র্যা ব, যিনি অবরোধের শুরু থেকেই ‘অজ্ঞাত স্থান থেকে’ নিয়মিত বিবৃতি দিয়ে দলের অবস্থান জানিয়ে আসছিলেন।
সর্বশেষ শুক্রবার বিকেল ৫টায় দলের পক্ষে এক বিবৃতিতে অবরোধের পাশাপাশি সারাদেশে রোববার থেকে টানা তিন দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন তিনি।
ওই ঘোষণার ১০ ঘণ্টার মাথায় তাকে গ্রেপ্তার করা হলো।
শুক্রবার রাত পৌনে ৩টার দিকে রুহুল কবির রিজভীকে বাড়িধারার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ৭ জানুয়ারি রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ হলে পড়লে পুলিশ তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে রিজভীকে।
তবে কাউকে না জানিয়ে সেখান থেকে চুপিসারে বেরিয়ে যান তিনি। মূলত এর পর থেকেই গোপন স্থান থেকে বিবৃতির মাধ্যমে দলের কর্মসূচি ঘোষণা করে আসছিলেন বিএনপির এই নেতা।