২০ দলীয় জোট প্রধান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার সকাল ১০টায় সমাবেশ করতে অনড় রয়েছেন। তিনি নেতাকর্মীসহ দেশবাসীকে রাজধানীর নয়া পল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেত হতে বলেছেন। যেকোনো মূল্যে তিনি সমাবেশ করতে বদ্ধপরিকর। বাধা এলে তা প্রতিরোধ করার নির্দেশও দিয়েছেন তিনি। তিনি নিজেও ওই সমাবেশে উপস্থিত হবেন বলে জানিয়েছেন। বিএনপি সূত্র এ তথ্য জানিয়েছে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়া সবস্তরের নেতাকর্মীদের নয়া পল্টনের সমাবেশে উপস্থিত হতে বলেছেন। এছাড়া ২০ দলীয় জোটের শরিকদেরও এতে সমবেত হতে বলেছেন। তিনি আর কোনো নির্দেশের অপেক্ষা না করে আন্দোলনে শরিক হতে সবাই বলেছেন। কোনো ধরনের বাধা এলে তা প্রতিরোধ করতেও বলা হয়েছে।
২০ দলীয় সূত্র জানিয়েছে, এখন আর পিছু হটার অবকাশ নেই। সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানানো হয়েছে। সোমবার সমাবেশ করতে না দেয়া হলে এর পর থেকে প্রতিদিনই এই কর্মসূচি থাকবে বলে সূত্র জানিয়েছে।
খালেদা জিয়া এখনো তার গুলশান কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। তবে তিনি সোমবার নয়া পল্টন রওনা হবেন।