ব্রেকিং নিউজ
Home / এক্সক্লুসিভ / শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে ঃ লন্ডনে তারেক রহমান

শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে ঃ লন্ডনে তারেক রহমান

“শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে ৷ অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীরা যাতে ঘর থেকে বের হতে না পারে সেই ব্যবস্থা করতে হবে”

‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও কালো দিবস’ উপলক্ষে রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ইস্ট লন্ডনের অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে এ কথাগুলো বলেন ৷
যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ এতে বক্ত্যব্য রাখছেন। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতশত নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন।

চলমান আন্দোলনকে আরো গতিশীল করে তা চালিয়ে নেয়ার জন্য সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কারো কথায় বিভ্রান্ত না হয়ে শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত রাজপথে থাকতে হবে। ঢাকার এক জায়গা অন্য জায়গা হতে বিচ্ছিন্ন করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে বেটার বাংলাদেশ গড়া হবে।’

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যার কালো দিবস’ উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সভায় এ কথা বলেন তারেক রহমান।

রোববার দিবাগত গভীর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রজেক্টরের মাধ্যমে তারেক রহমানের এই বক্তব্য সরাসরি দেখানো হয়।

তারেক রহমান তার বক্তব্যে বলেন, ‘আমরা বলবো না যে, বাংলাদেশকে সিঙ্গাপুর করবো, তবে বলতে পারি, বিএনপি সরকার গঠন করলে বেটার বাংলাদেশ গড়া হবে। যেখানে অন্যায়কে অন্যায় বলা হবে, ন্যায়কে ন্যায় বলা হবে, বিনা উসকানিতে কোনো কারণ ছাড়া অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পুরে রাখা হবে না, কালো বিড়ালকে সাদা বিড়াল বলা হবে না।’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তার দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা কারো ঘরে গিয়ে কোপাতে বলবো না, তবে আপনাদের এটা নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগের নেতারা যেন ঘর থেকে বের হতে না পারে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, করলে তারা ক্রেস্ট থেকে স্বর্ণ চুরি করতো না।’

তরুণ প্রজন্মকে শুধু ফেসবুকে নয় রাজপথেও থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আন্দোলন শুরু হয়ে গেছে। কারো কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে, রাজপথ ছাড়া যাবে না।’

সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘শেখ হাসিনার সন্তানরা এদেশে লেখাপড়া করে না, তাই তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের সন্তানরা লেখা পড়া না শিখলে তার কিছু আসে যায় না।’

উল্লেখ্য, ৫ জানুয়ারি রাজধানীতে নিষেধাজ্ঞা সত্ত্বেও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত শনিবার থেকেই তার গুলশানের কার্যালয়ে কার্যত অবরুদ্ধ আছেন।