বরিশাল: প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে বরিশালের হিজলায় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার বেলা ২টার দিকে উপজেলার ডাক বাংলোর সামনে খুন্না নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন- মিজান হোসেন, নজিব হাওলাদার, এনামুল হোসেন, জাফর তালুকদার ও হারুন সরদারসহ ১০ জন। বাকি পাঁচ জনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি শেষে ছাত্রলীগ নেতা লোকমান হোসেনের নেতৃত্বে তিন শতাধিক কর্মীর একটি মিছিল কাওড়িয়া এলাকায় যাচ্ছিল। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলেমান হোসেন এবং সাধারণ সম্পাদক তানভির রহমানের নেতৃত্বে ছাত্রলীগের একটি অংশ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে লোকমান সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা পাল্টা অবস্থান নিলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা লোকমান হোসেন অভিযোগ করে বলেন, ‘পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাত্রলীগ সভাপতি সোলেমান হোসেন এবং সাধারণ সম্পাদক তানভির রহামান দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’
তবে হামলার বিষয়টি অস্বীকার করে উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলেমান হোসেন জানান, কর্মীদের মধ্যে সামান্য বাকবিতাণ্ডা হলে পুলিশ দুই পক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
এ ব্যাপারে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আনোয়ার বাংলামেইলকে জানান, র্যালিতে অংশ নেয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয়পক্ষকে সরিয়ে দেয়া হয়। তবে এতে কেউ আহত হওয়ার খবর তারা পাননি বলে জানান তিনি।
boooooo