বিয়ে করলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলা তুলে নেবেন নাজনীন আক্তার হ্যাপি।
এই উঠতি চিত্রনায়িকা ধর্ষণের অভিযোগ এনে শনিবার মিরপুর থানায় এ মামলা করেছিলেন।
তবে রোববার থানায় সাংবাদিকরা মুখোমুখি হলে তিনি জানান, রুবেল হোসেন তাকে বিয়ে করলে ধর্ষণ মামলা তুলে নেবেন তিনি।
প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার জেরে রুবেলের বিরুদ্ধে এভাবে মামলা করা কতোখানি যুক্তিযুক্ত হয়েছে-এমন প্রশ্নের উত্তরে হ্যাপি বলেন, আমার কাছে অনেক প্রমাণ রয়েছে সম্পর্কের। কিন্তু এ নিয়ে আমি সবার সামনে কিছু বলতে চাই না।
মামলার মাত্র এক দিন পরই এমন সমঝোতার প্রস্তাব প্রসঙ্গে মনোযোগ আকর্ষণ করলে হ্যাপি বলেন, আসলে আমি এর সুষ্ঠ সমাধান চাই, তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।
London Bangla A Force for the community…
