বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার মানহানি মামলায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম আতাউর হক।
লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকবন্ধু উল্লেখ করে বক্তব্য দেন।
এরপর গত ১৭ নভেম্বর এই বক্তব্যে আওয়ামী লীগের ১০০ কোটি টাকার সম্মানহানি হয়েছে দাবি করে দণ্ডবিধি ৪৯৯/৫০০ ধারায় দলটির কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক মো. মনির খান ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে মামলা দায়ের করেন।
এ মামলা গ্রহণ করে আদালত ১০ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। নির্ধারিত দিনে আজ বুধবার তারেক রহমান আদালজে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।
একই সঙ্গে ঢাকা মহানগর হাকিম আতাউর হক তারেক রহমানের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য্য করেন।
মামলার এজাহারে জানা যায়, তারেক রহমান চলতি বছরের ১১ নভেম্বর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডন বিএনপি শাখা আয়োজিত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেন।
তারেক রহমান তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু।’