ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে তার পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে দেখা করেছেন।
তারা হলেন- স্ত্রী নুরুন্নাহার, চার ছেলে হাসান ইকবাল ওয়ালি, ওয়ামি, সাফি ও ওয়াসি, মেয়ে আফিয়া, ভাই ও দুই ছেলের বউ।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা তারা কারা কর্তৃপক্ষের অনুমতি পেয়ে জেলের ভেতরে যান।
এর আগে সকাল দশটায় জেলগেট এলাকায় পৌঁছান কামারুজ্জামানের পরিবারের সদস্যরা। জেলগেট এলাকায় অবস্থান নিয়ে তারা কারা কর্তৃপক্ষের কাছে দেখা করার আবেদন জানান। পরে কারা কর্তৃপক্ষ অনুমতি দেন।
কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল জানান, আমরা দেখা করার অনুমতি পেয়েছি। ভেতরে যাচ্ছি দেখা করতে।
তিনি জানান, পরিবারের ৯ জন সদস্য দেখা করতে এসেছেন। এর মধ্যে কামারুজ্জামানের সন্তান, স্ত্রী ও ভাই রয়েছেন।
এর আগে আইনজীবী শিশির মনির জানান, বুধবার সকাল ১০টায় কামারুজ্জামানের পরিবার তার সঙ্গে দেখা করবেন।
সোমবার জামায়াতের এ নেতার ফাঁসির দণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এদিকে মঙ্গলবার দুপুরে কামারুজ্জামানকে কাশিরপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
শিশির মনির জানান, এটা তাদের নিয়মিত সাক্ষাৎ। কারাগারের পক্ষ থেকে তাদের ডাকা হয়নি।