৩ নভেম্বর ২০১৪: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ সোমবার জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
জেল হত্যা দিবসের শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড ও ৩ নভেম্বরের জেল হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। একই খুনির নির্দেশে এ দুটি হত্যাকাণ্ড সংগঠিত হয়।
এ সময় শোককে শক্তিতে পরিণত করে সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান সৈয়দ আশরাফ।
বিএনপি সরকারের বক্তব্যে মধ্যবর্তী নির্বাচনের আভাস পাচ্ছে- এ বিষয়ে সরকারের অবস্থান জানতে আশরাফ বলেন, এ ধরনের কোনো আভাস আমরা পাচ্ছি না। যখন সময় হবে তখন নির্বাচন হবে। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করেই আগামী নির্বাচন হবে।