ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে যুক্তরাজ্যের প্রস্থানকে অগ্রাধিকার দিবে জার্মানি

ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে যুক্তরাজ্যের প্রস্থানকে অগ্রাধিকার দিবে জার্মানি

Angela Merkel and David Cameron৩ নভেম্বর ২০১৪: জার্মানির চ্যান্সেলর আ্যাঞ্জেলা মার্কেল শ্রমিকদের মুক্ত যাতায়াতের বিষয়ে নতুন করে আলোচনা প্রস্তাব মানার পরিবর্তে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে যুক্তরাজ্যের প্রস্থানকে অগ্রাধিকার দিবেন। সোমবার জার্মান ভিত্তিক ম্যাগাজিন ডের স্পিজেলের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

মার্কেল যুক্তরাজ্যকে সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাজ্য ইইউ থেকে না ফেরার দিকে অগ্রসর হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেছেন তিনি ইইউ’তে থাকা না থাকার গনভোটের আগে বিষয়টি নিয়ে আলোচনা করতে চান।

প্রধানমন্ত্রী আরো বলেন, ইউরোপে শ্রমিকদের অবাধ যাতায়াতের বিষয়ে তিনি মন থেকে পুনরায় আলোচনা করতে আগ্রহী কিন্তু মার্কেল বলেছেন যদি যুক্তরাজ্য এ বিষয়ে বাড়াবাড়ি করে তবে তিনি ইইউ থেকে যুক্তরাজ্যের প্রতি তার সমর্থন তুলে নিবেন। মার্কেল এবারই প্রথম বলেছেন যে ইইউ থেকে যুক্তরাজ্যকে সরানো সম্ভব।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন বিরোধী সংগঠন ইউকে ইন্ডিপেন্ডেনস পার্টির অব্যাহত চাপে আগামী ২০১৫ সালের নির্বাচনকে সামনে রেখে ক্যামেরন ঘোষণা করেছেন, ‘‘পুনরায় নির্বাচিত হলে ক্যামেরন সরকার বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসী সংখ্যা কমিয়ে আনবে।’’

বৃটেনের এ পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে মার্কেল বলেছেন, ‘বৃটেনের এ ধরনের নীতি ইউরোপীয় ইউনিয়নের মূলনীতির সাতে সাংঘর্ষিক।এর ফলে যেকোনো নাগরিক অন্য দেশে বসবাস ও কাজ করার যে সুযোগ রয়েছে তা বন্ধ হয়ে যাবে।‘

জার্মান সরকারি সূত্র জানায়, ‘ক্যামেরন যদি তার পরিকল্পনা থেকে সরে আসেন তাহলে মার্কেল বৃটেনকে ইউরোপীয় ইউনিয়নে রাখার চেষ্টা অব্যাহত রাখবেন।এ ছাড়া সামনে আর কোনো পথ নেই।’-আল-জাজিরা।