ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / ‘ইসলামী দলগুলোর কাজই হচ্ছে ‘গোলমাল’ সৃষ্টি’

‘ইসলামী দলগুলোর কাজই হচ্ছে ‘গোলমাল’ সৃষ্টি’

Abul-Mal-Abdul-Muhit1২৪ অক্টোবর ২০১৪: গোলমাল সৃষ্টি করাই ইসলামী দলগুলোর কাজ, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে ইসলামী দলগুলোর দেয়া আল্টিমেটাম এবং এর পরিপ্রেক্ষিতে ২৬ তারিখ ডাকা হরতাল নিয়ে শুক্রবার বিকেলে সিলেটে একথা বলেন মুহিত।

রোববারের হরতালের কঠোর সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, ‘এদের কাজই হচ্ছে দেশে গোলমাল সৃষ্টি করা।’

সিলেটের কাজির বাজারের মৎস্য সমবায় সমিতির এক সভায় যোগদান শেষে শুক্রবার বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। তিনি এ সময় হরতাল আহ্বানকারীদের উদ্দেশে বলেন, ‘দে আর অ্যাবানডেন্ট, লস্ট।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া এক বছর ধরে বলে আসছেন কঠিন আন্দোলন-কর্মসূচি দেবেন, কিন্তু তা পারছেন না। এতে মনে হয়, দেশের মানুষ কোনো কঠিন আন্দোলন চায় না।’

বিএনপিকে আন্দোলনের হুমকি না দিয়ে দলকে গুছিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মন্ত্রীর সঙ্গে ছিলেন।