১৯ অক্টোবর ২০১৪: রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় কমেডি অভিনেতা টেলি সামাদ।
টেলি সামাদের ঘনিষ্ঠ চিত্রনির্মাতা রবিউল ইসলাম রবি রবিবার দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল (শনিবার) অসুস্থ অবস্থায় অভিনেতা টেলি সামাদকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
রবি আরও বলেন, গত ২৭ সেপ্টেম্বর আমেরিকা থেকে দেশে ফিরেন এই অভিনেতা। তখন থেকেই তিনি শারিরীকভাবে অসুস্থ ছিলেন। শনিবার তার শারিরীক অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
London Bangla A Force for the community…
