ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / পরীক্ষামূলক ইবোলা টিকা পাঠাবে কানাডা

পরীক্ষামূলক ইবোলা টিকা পাঠাবে কানাডা

Ebola-virusমানবজমিন ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পরীক্ষামূলক ইবোলা টিকা পাঠাবে কানাডা। কানাডা সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল কানাডার জনস্বাস্থ্য সংস্থা তাদের এ পরীক্ষামূলক টিকা পাঠাবে। পৃথক শিপমেন্টে দেশটি মোট ৮০০ শিশি টিকা সরবরাহ করবে। ইবোলা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সমন্বয়কের ভুমিকা পালন করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যে প্রাণঘাতি এ ভাইরাস সংক্রমনে পশ্চিম আফ্রিকায় সাড়ে চার হাজারের বেশি মানুষ মারা গেছে। পরীক্ষামূলক টিকাটি কিভাবে সবথেকে কার্যকর পন্থায় সরবরাহ ও প্রয়োগ করা যায় তা নিরূপণ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের অংশিদার ও আক্রান্ত দেশগুলো স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে। গত মাসে কানাডা ঘোষণা দিয়েছিল যে সেদেশে তৈরি ইবোলা টিকার পরীক্ষামূলক ক্লিনিক্যাল ট্রায়াল যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে। এগুলোর ফল ডিসেম্বর মাসে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কানাডার জনস্বাস্থ্য সংস্থার ড. গ্রেগরি টেইলর বলেছেন, এ টিকা বহু বছরের বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের ফল। ভয়াবহ ইবোলা মহামারি নিয়ন্ত্রনে আনতে এটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ইবোলা প্রতিরোধে পরীক্ষামূলক এ টিকা ব্যবহার সংক্রান্ত নানা নৈতিক ও বণ্টন ইস্যু নিয়ে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একযোগে কাজ অব্যাহত রাখবেন।