১৯ অক্টোবর ২০১৪: ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী মাছ। আবার সরগরম হয়ে উঠেছে মাছের আড়ৎ ও নৌঘাটগুলো। মাছের দামও পাচ্ছে ভালো। তাই খুশি জেলে এবং ব্যবসায়ীরা। এগারো দিন ঘরে বসে থাকার লোকসান কাটিয়ে উঠার আশা করছে তারা।
নিষেধাজ্ঞার মধ্যেও গত এগারোদিন মাছ ধরতে কেউ কেউ জাল ফেলেছে নদীতে। তবে রক্ষা ছিলো না কোস্টগার্ড বা পুলিশ দেখলে। এখন নেই সেই ভয়। তাই দলে দলে ফেলছে জাল আর উঠছে ঝাঁকে ঝাঁকে মাছ।
নোয়াখালীর উপকূলে যে হারে মাছ ধরা পড়ছে তা দায় দেনা পরিশোধ করে বড় অংকের টাকা আয়ের আশা করছেন জেলেরা। তবে জলদস্যুদের নিয়ে আছে ভয়।
ইলিশ উঠায় আবার সরগরম হয়ে উঠেছে ঘাট ও মাছের আড়ৎগুলো।
পাশের জেলা লক্ষ্মীপুরে মাছের সরবরাহ তুলনামূলক কম। চাহিদার তুলনায় মাছ কম, আবার দাম কিছুটা বেশি, তাই জেলেদের লাভও হচ্ছে ভালোই।
উপকূলীয় জেলা ভোলাতেও ইলিশ পাওয়া যাচ্ছে প্রচুর। বৃষ্টির কারণে মেঘনা-তেঁতুলিয়ায় বঙ্গোপসাগর থেকে আসা ইলিশ ঝাঁকে ঝাঁকে..ধরা পড়ছে জেলেদের জালে।
London Bangla A Force for the community…
