ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / অবশেষে ‘জনসমক্ষে’ উত্তর কোরিয়ার নেতা

অবশেষে ‘জনসমক্ষে’ উত্তর কোরিয়ার নেতা

Kim-Jong-Un১৪ অক্টোবর ২০১৪: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনসমক্ষে হাজির হলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছেন কিম, তেমন শঙ্কাও জনমনে উঁকি দিয়েছিল। গত ৩রা সেপ্টেম্বর তাকে শেষবারের মতো জনসমক্ষে দেখা গিয়েছিল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ৩২ বছর  বয়সী এ নেতার দীর্ঘ অনুপস্থিতিতে তিনি জটিল ও মারাত্মক কোন স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত, এমনটা মনে করেছিলেন অনেকেই। উত্তর কোরিয়ার নিয়ন্ত্রন কিমের হাতে আদৌ আছে কিনা, তা নিয়েও সংশয়ে ছিলেন কেউ কেউ। গত রোববার লন্ডনে দায়িত্বরত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জানিয়েছিলেন, কিম সুস্থ আছেন। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমের অনুপস্থিতি নিয়ে জল্পনার অবসান ঘটানোর পদক্ষেপও ইঙ্গিত দেয় যে, তিনি কোন অভ্যুত্থানে ক্ষমতা হারাননি। সম্প্রতি বিজ্ঞানীদের তৈরি করা একটি আবাসিক অঞ্চল পরিদর্শনের সময় মাঠ পর্যায়ে কিছু দিক-নির্দেশনা দেন তিনি। রং-বেরংয়ের বিভিন্ন টাইলস দিয়ে সাজানো অ্যাপার্টমেন্ট ভবন ও সরকারি ভবনের বাহ্যিক কাঠামো দেখে বেশ সন্তোষ প্রকাশ করেন কিম। ভবনগুলোর মনোরম ডিজাইনের ভূয়সী প্রশংসা করেন তিনি। ন্যাচারাল এনার্জি ইনস্টিটিউট অব দ্য স্টেট অ্যাকাডেমি অব সায়েন্সেস’ও পরিদর্শনে যান উত্তর কোরিয়ার নেতা। অবশ্য, কবে কিম জন উন সাইটগুলো পরিদর্শন করেন, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোন সময়ের কথা উল্লেখ করা হয়নি।