১৪ অক্টোবর ২০১৪: বোমা মেরে চট্টগ্রামের আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি)। এরকম হুমকি পাওয়ার পর আদালত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। আদালতে আসা আইনজীবী, বিচারপ্রার্থীসহ সবাইকে তল্লাশি করা হচ্ছে। কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এডভোকেট মানস কুমার নামে একজন আইনজীবী আমাদের জানিয়েছেন, তার মোবাইলে ফোন করে জেএমবির জঙ্গী পরিচয়ে একজন আদালত ভবন বোমায় উড়ানোর হুমকি দিয়েছেন।
London Bangla A Force for the community…
