ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ

DU১৪ অক্টোবর ২০১৪: প্রথম দফায় ভর্তির সুযোগ না পেলে এতদিন দ্বিতীয় দফায় আবারো ভর্তিপরীক্ষা দেয়ার সুযোগ ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ বন্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জালিয়াতি ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভা শেষে ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক এ তথ্য জানান। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষায় শুধু ওই বছর এইচএসসিতে উত্তীর্ণরা অংশ নিতে পারবে। সিদ্ধান্তের বিষয়ে ভিসি জানান, বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাওয়ায় একদিকে যেমন প্রথমবার পরীক্ষা দেয়া শিক্ষার্থীরা বঞ্চিত হয়, অপরদিকে পুরাতন শিক্ষার্থীরা কোচিং সেন্টারগুলোর সহযোগিতা নিয়ে ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতি করার চেষ্টা করে। দ্বিতীয় বার পরীক্ষার সুযোগ না দেয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কম হবে এবং শৃঙ্খলা ফিরবে বলে দাবি করেন তিনি। বৈঠকে ইংরেজি বিভাগে ভর্তির শর্ত শিথিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ইংরেজিতে ভর্তির জন্য ‘ইলেকটিভ ইংলিশ’ এ  ১৫ নম্বর পাওয়ার শর্ত শিথিল করে ন্যূনতম পাশ নম্বর ৮ করা হয়েছে এবং ‘সাধারণ ইংরেজিতে’ ২০ থেকে কমিয়ে ১৮ নম্বর করা হয়েছে। ‘খ’ ইউনিটের মাধ্যমে আসন পূরণ করা না গেলে বিভাগ পরিবর্তনের ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে একই শর্তে ইংরেজি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় শর্তের কারণে মাত্র দুই জন শিক্ষার্থী এ বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করে।