ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / গ্রুপ ফোর সিকিউরিটি কার্যালয় থেকে চুরি হওয়া তিন কোটি টাকা উদ্ধার

গ্রুপ ফোর সিকিউরিটি কার্যালয় থেকে চুরি হওয়া তিন কোটি টাকা উদ্ধার

G4S১৪ অক্টোবর ২০১৪: বেসরকারি নিরাপত্তা এজেন্সি গ্রুপ ফোর সিকিউরিটির কার্যালয় থেকে চুরি হওয়া তিন কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তবে চুরির সঙ্গে জড়িত মুখোশধারী ব্যক্তিকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।

সোমবার রাতভর নগরীর আইস ফ্যাক্টরি রোডে সরকারি সিটি কলেজের পাশের এলাকায় অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। মুখোশধারী ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ এখনও অভিযান অব্যাহত রেখেছে। নগর পুলিশ কমিশনার মো.আব্দুল জলিল মন্ডল বলেন, আমরা মূল ক্রিমিনালকে এখনও ধরতে পারিনি। তাকে ধরার চেষ্টা করছি। মূল ক্রিমিনাল গ্রেপ্তারের পর পুরো বিষয়টি জানানো হবে।

জানা গেছে, চুরির টাকাগুলো রাখার স্থান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত হওয়ার পর সোমবার গভীর রাতে সিটি কলেজের পাশের এলাকায় অভিযান শুরু হয়। ভোর ৫টার দিকে টাকাগুলো উদ্ধার করা হয়েছে। টাকা চুরির সঙ্গে জড়িত মুখোশধারী ব্যক্তিকে গ্রেপ্তারে নগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম কাজ করছে।

রোববার (১২ অক্টোবর) ভোরে নকল চাবি ব্যবহার করে প্রতিষ্ঠানটির খুলশী কার্যালয়ের একটি ভল্ট থেকে তিন কোটি টাকা চুরি করা হয়।