১৩ অক্টোবর ২০১৪: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. পিয়াস করিম আর নেই। আজ সোমবার ভোর ৫.৩৫-এ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার পর্যন্ত তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। দেশের বাইরে থাকা আত্মীয় স্বজন এলেই দাফনের সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। তার এক ছেলে, স্ত্রী ও মা রয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, পিয়াস করিম অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা পরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
পিয়াস করিমের মৃত্যুর খবর পেয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, অধ্যাপক ড. পিয়াস করিম বাকস্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন।
রিজভী বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে, এই মুহূর্তে তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্রের পক্ষে যে ক’জন সোচ্চার ছিলেন তার মধ্যে পিয়াস করিম অন্যতম ছিলেন। নিজের ও দলের পক্ষ থেকে এসময় পিয়াস করিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির যুগ্ম-মহাসচিব। একইসঙ্গে পিয়াস করিমের আত্মার শান্তি কামনা করেন।
London Bangla A Force for the community…
