১২ অক্টোবর ২০১৪: জাপানের দক্ষিণাঞ্চলে ওকিনাওয়া দ্বীপে আঘাত হেনেছে টাইফুন ভংফং । এতে কোন প্রাণহানির খবর না পাওয়া গেলেও আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন। টাইফুনের আঘাতে বিদ্যুত বিচ্ছিন্ন হয়েছে প্রায় ৬০ হাজার ঘরবাড়ি। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। ভূমিধসের আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখন কিছুটা দুর্বল হয়ে কিউসু দ্বীপের দিকে এগুচ্ছে ঝড়টি। টাইফুনের কারণে এ অঞ্চলের প্রায় দেড়লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইফুনের কবলে পড়লো জাপানের ওকিনাওয়া দ্বীপ। গত সপ্তাহে এখানে টাইফুনের আঘাতে মারা যায় মার্কিন বিমান বাহিনীর ৩ কর্মী। ওকিনাওয়া দ্বীপে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
London Bangla A Force for the community…
