ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / ‘আয়কর রিটার্নের সময় আর বাড়ানো হচ্ছে না’

‘আয়কর রিটার্নের সময় আর বাড়ানো হচ্ছে না’

Tax-return১২ অক্টোবর ২০১৪: আয়কর রিটার্নের সময় দোসরা নভেম্বরের পর আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন। রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ট্যাক্স গাইড এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। তবে করদাতাদের কোনো সমস্যা থাকলে আশপাশের কর অফিসে যোগাযোগের পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, সচেতনতার অভাবে প্রতি বছর প্রায় আড়াই লাখ করদাতা কর দেয়া থেকে বিরত থাকে। সচেতনতা বাড়াতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ব্যবসায়ীদের কারণেই ভ্যাট আদায় বাড়ছে উল্লেখ করে গোলাম হোসেন বলেন, বেসরকারি খাত যত বেশি এগিয়ে আসবে, তত বেশি কর আদায় হবে। তিনি জানান, করের আওতা বাড়াতে আগামীতে ৮৫টি উপজেলায় কর মেলার আয়োজন করা হবে।