ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / পুলিশ কনস্টেবল নাসিরের মোবাইল অ্যাপ

পুলিশ কনস্টেবল নাসিরের মোবাইল অ্যাপ

????????????????????????????????????????????৬ অক্টোবর, ২০১৪: দেশের সব থানার পুলিশের নম্বর আছে, এমন একটি মোবাইল অ্যাপলিকেশন বা অ্যাপ বানিয়েছেন গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ কনস্টেবল নাসির উদ্দিন। বাংলাদেশ পুলিশ ফোনবুক নামের এ অ্যাপে পাওয়া যাবে র‌্যাব ও গোয়েন্দাদের নম্বরও। গুগল প্লে থেকে অ্যাপটি ফ্রি ডাউনলোড করা যাবে। হামলা হয়েছে ঘরে? রাস্তায় বিপদের আশঙ্কা করছেন? ভাবছেন পুলিশের সাহায্য দরকার। কিন্তু ডাকবেন কী করে? চেনা জানা নেই কারও। হঠাৎ বিপাকে পড়া মানুষের কথা ভেবেই কিছু একটা করার চিন্তা মাথায় আসে নাসির উদ্দিনের। ভাবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফোন নম্বর কোনো একটি জায়গায় থাকলে সুবিধা হবে সবার। সেই ভেবে দুই বছর প্রস্তুতি শেষে তৈরি করেন এমন একটি অ্যাপ যেখানে আছে দেশের সব কটি থাকার থানার পুলিশ কর্মকর্তাদের নাম্বার। আছে র‌্যাব, সিআইডি, নৌ ও পর্যটন পুলিশের নম্বরও। বাংলাদেশ পুলিশ ফোনবুক নামের এ অ্যাপটি পেতে একটি স্মার্ট ফোন থাকলেই চলবে। ডাউনলোড করা যাবে গুগল প্লে থেকে। নাসির জানান, গত দেড় মাসে সাড়ে সাত হাজার মানুষ অ্যাপটি ডাউনলোড করেছেন। আর এই সংখ্যা বাড়ছে প্রতিদিন। 

One comment

  1. ধন্যবাদ আপনাকে কারন আপনি এমন একটা জরুরী জিনিস নিয়ে ভেবেছেন যা সমস্থ বাংলাদেশীর প্রয়োজন