১২ অক্টোবর ২০১৪: বাংলাদেশে একটি নদীবন্দর উন্নয়নে সহায়তা করতে চায় পাশ্ববর্তী দেশ ভারত। ভারতের নাগাল্যাণ্ড পোস্ট এর খবরে বলা হয়েছে যে ‘আশুগঞ্জ বন্দর’ নামের এই নদী বন্দর থেকে দেশের অভ্যন্তরে সহ উত্তর-পূর্বের দেশগুলোতেও খাদ্যদ্রব্য, ভারী যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র পারাপার করা যাবে।
ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী বলেছেন, ‘বাংলাদেশের মেঘনা নদীতে এই বন্দরটি স্থাপন করার জন্য ভারত প্রয়োজনীয় অর্থ প্রদান করবে। এই বন্দরের প্রয়োজনীয় সকল অবকাঠামো তৈরি করা হলে উত্তর-পূর্ব ভারতের দুটি রাজ্য এবং বাংলাদেশ সমানভাবে উপকৃত হবে।”
তিনি আরও বলেন, “এই বন্দরটি স্থাপনের লক্ষ্যে পানি, বিদ্যুৎ কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) তৈরি করছে।”
আশুগঞ্জ বন্দরের এই স্থানটি বাংলাদেশের পূর্ব দিকে মেঘনা নদীতে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
চক্রবর্তী বলেন, চট্টগ্রাম আন্তর্জাতিক বন্দরেও ভারতকে যুক্ত ব্যাপারে বাংলাদেশ সরকার আগ্রহ প্রকাশ করেছেন।