১২ অক্টোবর ২০১৪: কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সম্পদের তথ্য গোপনের মামলায় রোববার সকালে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠান হয়।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে সাংসদ বদি জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মো. মারুফ হোসেন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানর এ আদেশ দেন।
জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ আগস্ট সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক।
১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম দামি সম্পদকে বেশি দাম (এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা) দেখানোর অভিযোগে মামলাটি করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আবদুস সোবহান।