৪ অক্টোবর ২০১৪: আয়কর ফাঁকির মামলায় মুক্তি মিলছে না বার্সেলোনা তারকা লিওনেল মেসির। বিচারের সম্মুখীন হতে হবে আর্জেন্টিনার অধিনায়ককে। শুক্রবার মেসির বিরুদ্ধে মামলা চালানো নির্দেশ দিয়েছেন স্পেনের একটি আদালত। মেসির আর্থিক বিষয় তার বাবা হোর্হে দেখবাল করতেন। এমন যুক্তি দিয়ে মামলা বাতিলের আবেদন করেন মেসির আইনজীবীরা। এই যুক্তি গ্রহণযোগ্য নয় জানিয়ে মেসির আবেদন খারিজ করে দেন আদালত। গত বছর ফাঁকির অভিযোগে মেসি ও তার বাবার বিরুদ্ধে মামলা করা হয়। স্পেনের আয়কর বিভাগের করা মামলাটিতে অভিযোগ করা হয়, ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে ৪ দশমিক ১৬ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন। ওই সময় ইমেজ স্বত্ব থেকে ১০ দশমিক ১৭ মিলিয়ন ইউরো আয় করেছিলেন আর্জেন্টাইন তারকা।
অভিযোগ ওঠার পর গত বছর আগস্টে অনাদায়ী করের লভ্যাংশসহ পাঁচ মিলিয়ন ইউরো জরিমানা দিয়েছিলেন মেসি। এ মামলায় তার বাবাকে অভিযুক্ত করা হয়েছে মেসির ম্যানেজার হিসেবে। আগামী পাঁচ দিনের মধ্যে আদালতের সর্বশেষ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন তারা।
London Bangla A Force for the community…
