৪ অক্টোবর ২০১৪: ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিলসিলা’ ছবিতে শেষ বারের জুটি বেঁধে অভিনয় করেছিলেন অমিতাভ-রেখা। যদিও সত্তরের দশকের পুরোটা সময় জুড়েই বলিউডে রাজত্ব করেছে এই জুটি। তবে এবার প্রায় তিন দশক পর ফের একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন অমিতাভ ও রেখা।
‘চিনি কম’ ও ‘পা’ ছবির পরিচালক আর বালকি এবার ‘সামিতাভ’ নামে নতুন একটি ছবি নির্মাণ করছেন। যেখানে অমিতাভ বচ্চনের বিপরীতে দেখা যাবে রেখাকে। এছাড়া আরও অভিনয় করছেন ধানুশ।
সম্প্রতি টুইটারে রেখার সঙ্গে একটি ছবি পোস্ট করে ধানুশ। যেখানে সে জানায় এই ছবিতে আবারও মিলছেন তিন দশক আগের অমিতাভ-রেখা জুটি।
‘সামিতাভ’ ছবি ২০১৫ সালের প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
London Bangla A Force for the community…
