০৫ অক্টোবর ২০১৪: ঈদে ট্রেনের শিডিউল বিপর্যয়ের জন্য খালেদাকে দায়ী করেছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
শনিবার দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতায় থাকাকালীন বিএনপি শুধু দূর্নীতি করেছে। রেলের জন্য কোনো উন্নয়ন করেনি। আমাদের সময় যেন যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে বিএনপির সময় যেসব কাজ হয় নি, আমরা সে কাজগুলো করছি।
মুজিবুল হক বলেন, শিডিউল বিপর্যয় সব সময় হয় না, মাঝে মধ্যে হয়। এর জন্য দায়ী বিএনপি এবং খালেদা জিয়া। তাদের আমলে জরাজীর্ণ রেল পথের কোনো উন্নয়ন না হওয়ায় বিভিন্ন জায়গায় ট্রেনের গতি কমাতে হচ্ছে। এতে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়া সম্ভব হচ্ছে না এবং ট্রেন গন্তব্যে পৌঁছাতেও পারছে না।
London Bangla A Force for the community…
