শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৪ : ইরাকে কট্টর ইসলামপন্থী আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আগ্রাসন প্রতিহত করতে মার্কিন বিমান হামলায় অংশগ্রহণের বিষয়ে শুক্রবার সম্মতি প্রকাশ করেছে বৃটেন। খবর বিবিসি’র।
মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মার্টিন ডেম্পসে জানান, ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী বিমান হামলায় মৌলবাদী সংগঠনটি ক্ষয়ক্ষতির মুখে পড়লেও তাদের পরাজিত করার জন্য আমেরিকার একার বিমান শক্তি প্রয়োগ যথেষ্ট নয়। দেশ দু’টিতে রাজনৈতিক সমস্যার সমাধান এবং স্থল অভিযান প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সিরিয়ায় স্থল অভিযানের জন্য দেশটির মধ্যপন্থী বিরোধীদের মধ্য থেকে ১৫ হাজার লোককে সৈনিক হিসেবে নিয়োগ দেয়ার কথাও বলেন ডেম্পসে।
প্রসঙ্গত, গত মধ্য আগস্ট থেকে ইরাকে এবং এক সপ্তাহ আগে সিরিয়ায় আইএস’র ঘাঁটিগুলোতে বিমান হামলা চালাতে শুরু করে আমেরিকা। ইরাকের বিমান হামলায় এরই মধ্যে ফরাসি যুদ্ধবিমান অংশ নিতে শুরু করেছে এবং বেলজিয়াম ও ডেনমার্কও বিমান পাঠাচ্ছে। সিরিয়ায় বিমান হামলায় অংশ নিলেও ইরাকে বিমান হামলায় অংশ নেয়নি বৃটেন।
London Bangla A Force for the community…
