ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / ৯/১১’র তিন দমকল কর্মীর মৃত্যু একই দিন!

৯/১১’র তিন দমকল কর্মীর মৃত্যু একই দিন!

911-firemanশুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪:  যুক্তরাষ্ট্রের নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার পর নিউইয়র্কে গ্রাউন্ড জিরোতে ছুটে গিয়েছিলেন যে অগ্নিনির্বাপক কর্মীরা, তাদের তিনজন গত সোমবার একই দিনে মারা গেছেন।

 

লেফটেন্যান্ট হাওয়ার্ড বিসচফ (৫৮), দমকল কর্মী রবার্ট লিভার (৫৬) এবং ড্যানিয়েল হেগলান্ড (৫৮) গত সোমবার কয়েক ঘন্টার ব্যবধানে মারা যান। তাদের তিনজনই ক্যান্সারে ভুগছিলেন।

 

এটি নিছকই একটি কাকতালীয় ঘটনা নাকি তাদের অসুস্থতার মধ্যে কোন সম্পর্ক আছ, তা এখনো স্পষ্ট নয়।

 

উল্লেখ্য, নাইন ইলেভেনের হামলার পর গ্রাউন্ড জিরোতে যে হাজার হাজার উদ্ধার কর্মী কাজ করেছেন, তাদের অনেকেই দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগেছেন। এদের অনেকেই ক্যান্সারে আক্রান্ত হন।

 

নিউ ইয়র্কের ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো তিন সহকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তের বছর পরও আমাদেরকে ফায়ার সার্ভিসের সেই বীরোচিত প্রচেষ্টার মাশুল গুণতে হচ্ছে।

 

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ধসে পড়ার পর যে ধূলো মেঘ সৃষ্টি হয়েছিল, তাতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। ধারণা করা হয় এপর্যন্ত প্রায় এক হাজার মানুষ এই বিষাক্ত ধূলায় অসুস্থ হয়ে মারা গেছেন।

 

সূত্র: বিবিসি বাংলা।