শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪: জামার্ন ইঞ্জিনিয়ার গুলপেন তৈরি করেছেন সোনার গাড়ি। এটি রাখা হয়েছে ফ্র্যান্সের একটি বিলাসবহুল হোটেলের সামনে। এটি আসলেই সোনার তৈরি।
তবে গাড়ির পুরোটা সোনার তৈরি নয়, গাড়ির ওপর সোনার প্রলেপ দেয়া হয়েছে। কিন্তু তাতেও প্রয়োজন হয়েছে ৫০০ কেজি স্বর্ণ। আর এর কাজ মসৃণ করতে আরো ২৫ কেজি খাদ ব্যবহার করা হয়েছে।
গাড়িটি প্যারিসে আসা ধনকুবেরদের চুম্বকের মতো টানছে।
এটি ল্যাম্বারঘিনি অ্যাভেনটাডোর ব্র্যান্ডের। ৬৯২ হর্স পাওয়ারের এ গাড়িটিতে ইঞ্জিন আছে ১২টি। সাধারণত এই ব্র্যান্ডের গাড়ি ৩৫০ কিলোমিটার গতিতে চলে।
এক গ্যালন তেলে ১৭.৭ মাইল যাওয়া যায়। এতে আসন থাকে দুটি। এখন আপনি যদি মধ্যপ্রাচ্যের ধনকুবেরদের টেক্কা দিয়ে সোনার গাড়িটি কিনতে চান, তবে ছয় মিলিয়ন ডলার নিয়ে তৈরি হোন। সূত্র: ইন্টারনেট